খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

‘গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা মানবতার জন্য লজ্জার’

খবর প্রতিবেদন |
০৫:৫৭ পি.এম | ১১ অক্টোবর ২০২৪


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় পৌঁছানোর পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেন এবং ইসরায়েলকে আক্রমণ করেন।

বাল্কান অঞ্চলে সফরের অংশ হিসেবে এরদোয়ান প্রথম আলবেনিয়ায় থামেন। সেখানে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেন এবং এটিকে মানবতার লজ্জা উল্লেখ করেন।

এরদোয়ান বলেন, “গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ইসরায়েলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। গাজায় এক বছর ধরে চলমান গণহত্যা পুরো মানবজাতির জন্য লজ্জার।”

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে উল্লেখ করে তাকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। এরদোয়ান বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে গাজায় চলমান আগ্রাসন মধ্যপ্রাচ্যের বাইরেও বিশ্বব্যবস্থার জন্য হুমকির সৃষ্টি করছে।

গাজায় হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী সেখানে তাণ্ডব চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে— ইসরায়েলি হামলায় ৪২ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। জাতিসংঘও নিহতদের এই সংখ্যা বিশ্বাসযোগ্য বলে জানিয়েছে।

এরদোয়ান আলবেনিয়ায় একটি মসজিদ উদ্বোধন করার পর ইতিমধ্যে সার্বিয়া গেছেন, যেখানে তাকে স্বাগত জানিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিস।