খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

তালার বিলে ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তালা প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১২ অক্টোবর ২০২৪


তালার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাশুনী এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার জুম্মা বাদ সুভাশুনী ঢালী পাড়া এলাকার বিলের ঝোপের মধ্য লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম নেতৃত্বে একটি টিম ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করেন। প্রতক্ষ্যদর্শীদের ধারণা, ৮-১০ দিন আগে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে ঝোপের মধ্য ফেলে রাখে খুনিরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতভাগ্যের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। 
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনাস্থলে এখনো পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে খুনিরা লাশটি ঝোপের মধ্য রেখে গেছে। লাশটি উদ্ধার শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।