খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

রূপসার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে ইউএনও ও সেনাবাহিনীর কর্মকর্তারা

রূপসা প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ১২ অক্টোবর ২০২৪


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান ও সেনাবাহিনীর কর্মকর্তা সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার, পিঠাভোগ পালপাড়া, পিঠাভোগ কালী বাড়ি সার্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুর ইসলাম নাবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত, রূপসা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল গাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলি, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, পিঠাভোগ কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র কুশারী, আলাইপুর বাজার মন্দির কমিটির সভাপতি শ্যামল দাস, অশোক কুমার কর্মকার, বাসুদেব পাল, প্রভাষ কুমার পাল, শ্রীকান্ত পাল, গৌতম শীল, তাপস কুমার পাল প্রমুখ।