খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

শারদীয় দুর্গোৎসবের বিজয়াদশমী আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:২৭ এ.এম | ১২ অক্টোবর ২০২৪


শারদীয় দুর্গোৎসবের বিজয়াদশমী আজ শনিবার। দশমী পূজা শেষে প্রতিমা নিরঞ্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ৯ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় ৫ দিনব্যাপী এ অনুষ্ঠান। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পূজা শেষে আজ বিজয়াদশমী। এই দিনটির প্রধান আচার হলো বিসর্জন। তিন দিন আগে যে-ঘট স্থাপন করা হয়েছিল সেই ঘট নাড়িয়ে পুরোহিতেরা পূজা শেষ করেন। অশুভ শক্তির পরাজয়ে শুভ শক্তির জয়ের ধারা নিশ্চিত হয় প্রতিমা বিসর্জনের মাধ্যমে। এরই সঙ্গে সামাজিকভাবে কিছু রীতি যুক্ত হয়েছে। এরই মধ্যে একটি হলো সিঁদুর খেলা, যার মাধ্যমে বিবাহিতা মহিলারা দেবী দুর্গার সঙ্গে নিজেদের আরও একবার একাত্ম করে দেন। গতকাল বিকেল থেকে প্রতিটি মন্দিরে বিবাহিত মহিলারা দেবী দুর্গা মাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে বিদায় জানাবেন। দেবী দুর্গা এবার দোলায় আগমন করেন এবং ঘোটকে গমন করবেন।
দুর্গাপূজা উপলক্ষে এই ৫ দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেন এবং সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 
মহাষ্টমীতে নারী-পুরুষ সকলেই মন্দিরে অঞ্জলি প্রদান করেন। প্রত্যেক মন্দিরে দর্শনার্থীদের প্রচুর সমাগম ঘটে। আজ সন্ধ্যার পর থেকে ভৈরব নদে প্রতিমা বিসর্জনের পালা শুরু হবে। এবার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।