খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

যশোরে নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪৫ এ.এম | ১২ অক্টোবর ২০২৪


যশোরে এক নারীকে তার সাবেক স্বামী কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। সদর উপজেলার গোয়ালদহ গ্রামের ইটভাটার সামনে শুক্রবার বিকেল ৩ টার দিকে এ হত্যাকান্ড ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, যশোরের গোয়ালদহ মিয়াপাড়া গ্রামের মশিউর রহমানের মেয়ে নুর নাজমার (৩০) সাথে একই গ্রামের মৃত আলাউদ্দীন গাজীর ছেলে সালাউদ্দীনের বিয়ে হয়। এরপর গত চার মাস আগে তাদের ডিভোর্স হয়। এ ঘটনায় সালাউদ্দীন ক্ষিপ্ত হয়ে নুর নাজমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১ টার দিকে সালাউদ্দিন ভিকটিমের পিতার বাড়িতে গিয়ে তাকে গালিগালাজসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এদিকে, এদিন বিকেল ৩টার দিকে নুর নাজমা তার পালিত গরু নেয়ার জন্য চাঁচড়া ইউনিয়নের গোয়ালদহ গ্রামে যাচ্ছিল। পথে তিনি মিকুল ব্রিকসের (ইটভাটা) দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে সাবেক স্বামী সালাউদ্দিন (৪১) তার গতিরোধ করে। এরপর তিনি নুর নাজমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সেপেক্টর তরিকুল ইসলাম বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িতকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।