খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৩৭ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ দিনদিন বেড়ে চলেছে। জনসংখ্যার আধিক্য, অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড় হয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জ্ঞান ও সচেতনতার ঘাটতির কারণে এই সমস্যা সময়ের সঙ্গে প্রকট হচ্ছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয়, তবে সময় উপযোগী পদক্ষেপ সঠিক ও সুদুরপ্রসারী পরিকল্পনা ও পর্যাপ্ত পরিমান উদ্ধার সামগ্রী, প্রচুর পরিমান প্রশিক্ষিত জনবল হতে পারে ক্ষয়-ক্ষতি কমানোর ও জানমাল রক্ষার উপায়। উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ ঘূণীঝড়, জলচ্ছাস ও বন্যা মোকাবেলায় প্রশিক্ষনের  মাধ্যমে নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করতে পারলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরো বলেন, বর্তমানে আধুনিক সরঞ্জাম উদ্ধার কর্মীদের হাতে পৌঁছে দেওয়ায় এবং দুর্যোগ সম্পর্কে পূর্ব থেকে বার্তা প্রেরণ করায়  দুর্যোগে ক্ষয়-ক্ষতির পরিমাণ পূর্বের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। যেকোনো দুর্যোগে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে জান ও মালের ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে । তিনি বলেন, বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই।

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে  আলোচনা সভা আজ রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে  ১১ টায়  উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুব আলম, ওসি তদন্ত টোকন, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা রিভার ফায়ার সার্ভিস এষ্টেষন কর্মকর্তা কাইমুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম,  মোল্লা মাকছুদুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সামাজিক সংগঠন আলোর মিছিলের শাহাজাহান, রাতুল, হালিম শেখসহ বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন , বিভিন্ন সামাজিক সংগঠন উপস্থিত ছিলেন।