খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ বাবর আজম!

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩৪ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


সাদা পোশাকে বাবর আজমের রানখরা দীর্ঘায়িত হয়েই চলেছে। টেস্টে তিনি ২০২২ সালের ডিসেম্বরে সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছে তাঁর রানখরা। সবশেষ ১৮ ইনিংসে তিনি ফিফটির দেখা পাননি। আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও হাসেনি তাঁর ব্যাট।

লম্বা সময় ধরে ব্যাটে রান না থাকায় তাকে দল থেকে বাদ দেয়ার দাবী ওঠেছিল। তবে ইংল্যান্ড সিরিজের আগে অধিনায়ক শান মাসুদকে নিজের পাশেই পেয়েছিলেন তিনি। এদিকে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও বাবর সফলতার দেখা পাননি। মুলতানে দুই ইনিংসের কোনোটিতেই দলের হয়ে অবদান রাখতে পারেননি।

রানখরায় থাকায় সবশেষ ৯ টেস্টে বাবরের ব্যাটিং গড় এখন ২১ এর নিচে। এমন অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে তিনি বাদ পড়তে চলেছেন বলেই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

মুলতানে লজ্জার হারের পরই নতুন নির্বাচক কমিটির ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই হারের ঘন্টা দুয়েকের মাঝেই লাহোরে বৈঠক করেছে নতুন নির্বাচক কমিটি। এরপর এই কমিটি মুলতানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর সঙ্গেও বৈঠক করেছে। নতুন এই কমিটিতে আছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলী, হাসান চীমা, সাবেক আম্পায়ার আলিম দার। প্রধান কোচ এবং অধিনায়কও এই কমিটিতে আছেন।

তবে শুক্রবারের নির্বাচাকদের বৈঠকে উপস্থিত ছিলেন না টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এবং কোচ জেসন গিলেস্পি। তবে মুলতানে গতকাল কোচ এবং অধিনায়কের সঙ্গে দেখা করেছেন নির্বাচকরা। কয়েকজন উপদেষ্টা এখনো বাবরকে দলে রাখার পক্ষে থাকলেও বেশিরভাগই তাকে দল থেকে বাদ দেয়ার পক্ষে মত দিয়েছেন।