খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

তালায় প্রতিমা বিসর্জনে মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

তালা প্রতিনিধি |
১১:১৬ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


তালায় প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা।
রবিবার (১৩ অক্টোবার) বিকেলে তালা সদরের মেলা বাজার ভাঙনকূলের কপোতাক্ষ নদ, পাটকেলঘাটার কপোতাক্ষ নদেরঘাটস্থ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়। এর আগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু স¤প্রদায়ের নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। এর পরে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ কপোতাক্ষ নদের পাড়ে অংশ নেন। এবারের দুর্গাপূজো ০৯ই অক্টোবর শুরু হয়ে পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং ১৩ ই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে। 
দুর্গাপূজাকে ঘিরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল­াহ আল, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মাদ হাফিজুর রহমান, তালা উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, তালা উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওলানা মফিদুল ইসলাম নির্বিঘেœ পূজা উদযাপন করতে পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি পুলিশ প্রশাসন ও আনসার সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার বলায় তৈরি করে রেখেছিলেন।   
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মাদ হাফিজুর রহমান জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘেœ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারি নির্দেশনা মোতবেক এবার সন্ধ্যা ৭-৮ টার মধ্য প্রতিমা বিসর্জনের জন্য সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুরোধ করা হয়েছে।