খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

তেরখাদায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

তেরখাদা প্রতিনিধি |
১১:১৮ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের নলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার গরীব, দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে রোববার সকাল দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মলি­কের সার্বিক তত্ত¡াবধানে এবং সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী আরিফ বিল­াহর সার্বিক সহযোগিতায় ক্যাম্পে ২৬ জন মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে রোগীদের ঔষধ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলার বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ রবিউল ইসলাম লাখু, মোহাম্মদ গোলাম মোস্তফা ভুট্টো, আব্দুল হক সিকদার,মোঃ গোলজার আলম, শেখ শরিফুল ইসলাম। এ দিন কয়েক শত রোগীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।