খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

ফুলতলায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ফুলতলা প্রতিনিধি |
১১:১৯ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


ফুলতলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোববার বিকেলে বিজয়া দশমী শেষে প্রতিমা বিজর্সন সম্পন্ন হয়। দুপুরের পর থেকে বিভিন্ন বাহনে করে প্রতিমা নিয়ে ভৈরব নদের সিকির হাটের পার্র্শ্ববর্তী শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রস ঘাটে এসে ট্রলারে তুলা হয়। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টিমুখে দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর দুই তীরে অসংখ্য ভক্তের ভিড়ে উৎসবের আমেজ বেড়ে যায়। পরিণত হয় বিভিন্ন বয়সী ও পেশার নারী-পুরুষের মিলন মেলায়। সন্ধ্যা নাগাদ ফুলতলা ও অভয়নগরের শতাধিক পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। তবে দিনভর র‌্যাব, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা থানার ওসি মোহাম্মদ হানিফ, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ গাউসুল আজম হাদি, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রমের আহবায়ক প্রভাষক গৌতম কুন্ডু, সদস্য সচিব বিদ্যুৎ সুর, অনুপম মিত্র, রবীন বসু, বিদ্যনাথ দত্ত, অজয় নন্দী, তাপস কুমার বিশ্বাস, সুনন্দ কর, রণজিৎ বোস প্রমুখ।