খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

খালেদা জিয়া ও তারেককে নিয়ে ফেসবুকে কটূক্তি, বটিয়াঘাটা থানায় অভিযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:২২ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


সোহানা আক্তার নামক ফেসবুক আইডিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। বটিয়াঘাটা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান শাকিল বলেন গত ৭ আগস্ট সোহানা আক্তার তার নিজ ব্যবহৃত আইডিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আশ্রাব্য ভাষা ব্যবহার করেন। বিষয়টি আমার দৃষ্টিতে আসলে আমি থানায় অভিযোগ দায়ের করি। 
এদিকে উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য সুলতান মাহামুদ, উপজেলা সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক এজাজুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও জিয়াউর রহমান জিকু, সাইফুর রহমান, ওয়াহেদুজ্জামান, কারিমুল সেখ, আঃ রব, যুবদল আহবায়ক আবু বকর সিদ্দিকী নিরু, সদস্য সচীব বাহাদুর মুন্সী, ১ম যুগ্ম আহক্ষায়ক আজমল হোসেন লিটন, তুরান হোসেন রানা, ছাত্রদল সভাপতি শাকিল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ। 
এ ব্যপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, যাচাই বাছাই করে সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।