খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

রামপালে কুপিয়ে আহতের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রামপাল প্রতিনিধি |
১১:২৩ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করার ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিকালে ৪ জনের নাম উলে­খ করে মামলটি করেন ভিকটিম রাজু ও রনির পিতা ইন্তাজ সরদার।
এজাহারে উলে­খ করা হয়, উপজেলার বেলাই, সিদামখালী এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল রামপালের মিজানুর রহমানের ছেলে নোমান আহমেদ জনি, সিদামখালী গ্রামের সফরুল শেখের ছেলে রোমান আহমেদ তালহা, সদরের মৃত আঃ সালামের ছেলে আবেনুর ও বেলাই গ্রামের তৈয়বুর রহমানের ছেলে মুজিবর রহমান। তাদের নিষেধ করেন ভিকটিম রাজু সরদার, রনি শেখ ও মাসুম মলি­ক। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ অক্টোবর রাত ৯ টায় উপজেলার নলবুনিয়া গ্রামের রাস্তার মুখে আসামিরা ভিকটিমদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাদের হাতে থাকা রাম দা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। ওই সময় আসামিরা ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারের স্থানীরা ছুটে এসে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগের বিষয়ে হুড়কা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাওলাদার মুজিবর রহমান বাবুল জানান, মাদক সংক্রান্ত বিরোধে যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডারদের মধ্যে বিরোধের জেরে নিজেদের মধ্যে হামলার ঘটনা ঘটে। যা নিয়ে ইতিমধ্যে সাংবাদিকেরা অনুসন্ধানি রিপোর্ট করেন। তারপরেও আমাকে এক নেতার নির্দেশে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি করেন। থানার ওসি সোমেন দাশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্তে করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।