খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খবর ডেস্ক |
১১:৩২ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় রোববার নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
রূপসা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সকাল ১০ টায় শোভাযাত্রা বের হয়। উপজেলা চত্ত¡র থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন ও পরিচালনা করেন ইউএনও অফিসের অফিস সহকারী মোঃ জলিল শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন হোসেন, রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছুর রহমান শেখ, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি সৈয়দ আজগার আলী, সুখদেব বৈরাগী প্রমুখ।
ফুলতলা : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ রাজু আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপঃ আবুল কাশেম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আশরাফ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য মোঃ বিল­াল হোসেন, আঃ কুদ্দুস মোল­া প্রমুখ। সভায় এলাকায় জলাবদ্ধতা নিরসনে নদী, খাল ও ড্রেনে বাঁধ পাটা অপসারণের সিদ্ধান্ত গৃহিত হয়। এর পূর্বে এক র‌্যালি বের হয়।  
ফকিরহাট : দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ভবন চত্ত¡র থেকে শুরু করে  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ ওহিদুর ইসলাম, ফায়ার সার্ভিসের গ্র“প লিডার মোঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, সাংবাদিক মান্না দে, শেখ সৈয়দ আলী। এছাড়া সাংবাদিক শেখ আসাদুজ্জামান, এম জাকির হোসেন, সাগর মলি­ক, সৈয়দ জালিস মাহমুদসহ ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন। 
পাইকগাছা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল­াহ আল মামুন, জাকারিয়া, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, রেডক্রিসেন্ট সোসাইটির ইলিয়াস শাহ ও সিপিবি পৌর টিম লিডার কবির উদ্দিন সরদার। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সিপিবির টিম লিডার এবং সদস্যরা উপস্থিত ছিলেন। 
কয়রা :  দিবসটি উপলক্ষে র‌্যালি আলোচনা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় র‌্যালি, মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এম, এ হাসান, জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল­াহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, উপজেলা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, এনজিও প্রতিনিধি মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, ফারুক হোসেন,  আঃ মজিদ, কুদরত উল­াহ বিজু, সিপিপি সদ্য সাইফুল ইসলাম, সাদিয়া আক্তার প্রমুখ।
দাকোপ : উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন এনজিও’র সহযোগিতায় দিবসটি পালনে সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চালনা পৌর সদর প্রদক্ষিণ শেষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ সময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি এ্যাড্রা বাংলাদেশ পল বাড়ৈ, জেজেএস সোয়াইব উদ্দিন, এসডিআরআর প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা মোসাঃ ফারহানা, নবলোক ইকবাল হোসেন, হীড় বাংলাদেশ নকিবুল হোসেন, উত্তরণ বিলিয়াম বিশ্বাস, মোঃ আব্দুল­াহ প্রমুখ।
দিঘলিয়া : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে সকালে র‌্যালি শেষে দুপুর সাড়ে ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল­াহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুব আলম, ওসি তদন্ত টোকন, ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা রিভার ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা কাইমুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, মোল­া মাকছুদুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, আলোর মিছিলের শাহাজাহান, রাতুল, হালিম শেখসহ বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
ভান্ডারিয়া : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস-এর স্টেশন অফিসার মোঃ পারভেজ হোসেন, বিশ্ব খাদ্য কর্মসূচি ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপির জুনিয়র প্রোগ্রাম আফিসার লাভলী খাতুন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-দলনেতা সজীব কুমার হালদার শাওন প্রমুখ।