খুলনা | বৃহস্পতিবার | ১৭ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

দাকোপে মা ইলিশ সংরক্ষণে অভিযান অর্ধলাখ টাকার জাল বিনষ্ট

দাকোপ প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৬ অক্টোবর ২০২৪


দাকোপে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার মিটার ইলিশ মাছ ধরা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বাজুয়া বাজারে এ অবিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে অভিযানে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরার জাল বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানাসহ ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরে দাকোপ উপজেলা পরিষদ মাঠে জব্দকৃত ইলিশ ধরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, নৌ পুলিশের এসআই প্রসেনজিৎসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।