খুলনা | বুধবার | ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

নতুন মামলায় গ্রেফতার সালমান-মামুন-জিয়াউল

খবর প্রতিবেদন |
০৫:১২ পি.এম | ১৬ অক্টোবর ২০২৪


পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও গুমের অভিযোগে নিউমার্কেট থানার মামলায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) আসামিদের কারাগার থেকে ঢাকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আতিকুজ্জামান সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. তহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদেরকে গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেলে খিলগাঁও থানাধীন শহীদ বাকি সড়কে অবস্থিত খিলগাঁও পল্লিমা স্কুলের সামনে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর চড়াও হয় সরকার দলীয় সমর্থক ও পুলিশ। এ সময় গুলিতে আহত হন সোহেল। অন্যদিকে, বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আসামিরা। দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাকে দুটি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন কর্নেল (অব.) মো. তোহিদুল ইসলাম।