খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

আশাশুনিতে আ.লীগ নেতা ডালিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৩:০৫ পি.এম | ২৮ অক্টোবর ২০২৪


সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) ভোর রাত পৌনে ২ টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।