খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি-লুটপাট

নিজস্ব প্রতিবেদক |
০৫:৩৪ পি.এম | ২৮ অক্টোবর ২০২৪


নগরীর দৌলতপুরে প্রকাশ্যে দিনে-দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে দৌলতপুরের মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নাজিমুদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুর একটার দিকে চারজন ব্যক্তি একটি মাইক্রোযোগে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে প্রবেশ করে। এ সময় তারা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। তারা দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোর পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও পুলিশ ডাকাতিতে অংশ নেয়া এক ব্যক্তি ও মাইক্রোবাসটি ফুলতলা থেকে জব্দ করে। পুলিশ আটক হওয়া ব্যক্তি ও মাইক্রোবাসে নিয়ে থানার পথে। ডাকাতির সময়ে তারা কালিবাড়ি বাজারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে তিনি আরও জানান।
দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত বলেন, দুপুর একটা ১০ মিনিটে চারজন ব্যক্তি তার সোনার দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চা পাতি ছিল। দোকানে ডাকাতরা ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে ৫ ভরি সোনা ও ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরলে বোমা ফাটিয়ে চলে যান তারা। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসটির পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও নাজিমুদ্দিন নামে একজনকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।