খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দীনকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

খবর প্রতিবেদন |
০৫:৫৩ পি.এম | ৩০ অক্টোবর ২০২৪


জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিএম সুলতান মাহমুদ।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি পাহারায় তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ডিএমপি মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দীনকে রংপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার হওয়া কাউকে কারাগারে পাঠানো হলো।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।