খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

রূপসায় যৌথ অভিযানে অস্ত্র-গুলি ও বোমাসহ ৪ ডাকাত আটক

রূপসা প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ৩১ অক্টোবর ২০২৪


রূপসায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গুলি, বোমা, মাদকসহ ডাকাত চক্রের ৪ সদস্য আটক হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার গুপিয়ার খাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  বেলা ১১টায় খুলনার রূপসা কোস্ট গার্ড স্টেশনে পশ্চিম জোনের দায়িত্বরত কর্মকর্তা লেঃ মাহবুব হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে রূপসা উপজেলার গুপিয়ার খাল এলাকায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে লেঃ মাহবুব হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।