খুলনা | শুক্রবার | ১৩ জুন ২০২৫ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় শিশু কন্যাকে ধর্ষণে জড়িত ধর্ষক পিতা গ্রেফতার

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ৩১ অক্টোবর ২০২৪


খুলনায় চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষক পিতা ইয়াসিনকে (২৬)-কে গ্রেফতার করে র‌্যাব-৬। গতকাল বুধবার ফুলতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে র‌্যাব-৬ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সেপ্টেম্বর বিকেলে ইয়াসিন (২৬) তার চার বছরের কন্যা সন্তানকে নানীর বাড়ি থেকে নিজ ভাড়া বাসায় নিয়ে আসে। পরবর্তীতে, সন্ধ্যার দিকে ভিকটিমের নানীকে ফোন করে ভিকটিরের জ্বর আসছে বলে জানায় এবং সন্ধ্যায়  ভিকটিমকে অসুস্থ অবস্থায় তার নানীর বাসায় রেখে আসে। ভিকটিমের  নানী ও মা  ভিকটিমের মাথায় পানি ঢালার একপর্যায়ে কিভাবে এমন অসুস্থ হলো জিজ্ঞাসা করে জানতে পারে তার পিতা নিজ শিশু সন্তানকে ভাড়া বাসায় নিয়ে বাসার দরজা জানালা বন্ধ করে উপর পাশবিক নির্যাতন করেন। পরবর্তীতে গত ১৯ সেপ্টেম্বর ভিকটিমের নানী বাদী হয়ে ডিএমপির পল­বী থানায় ঘটনার সাথে জড়িত আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করেন। এমন চরম ঘৃণ্য বিষয়টি জানতে পেরে সদর কোম্পানি, র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল উক্ত ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেল ৪টায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ফুলতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে আসামি ইয়াসিনকে (২৬) গ্রেফতার করে। পরে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির পল­বী থানায় হস্তান্তর করা হয়।