খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

গুণী অভিনেতা মাসুদ আলী খান আর নেই

খবর বিনোদন |
১২:২৯ এ.এম | ০১ নভেম্বর ২০২৪


দেশের গুণী ও বয়োজৈষ্ঠ অভিনেতা অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। বৃহস্পতিবার ৪টা ২০ মিনেটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। প্রায়ই হাসপাতালে যেতে হতো। শেষবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছিলেন আইসিইউতে। সেখানে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান জানিয়েছেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খানকে মানিকগঞ্জের নিজ গ্রামে সমাহিত করা হবে।
অভিনেতা রওনক হাসান জানান, আগামীকাল (আজ ১ নভেম্বর) বাদ জোহর মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে মাসুদ আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে তাকে সমাহিত করা হবে।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। বয়সের ভারে ঠিকমত হাঁটাচলাও করতে পারতেন না এ অভিনেতা। হুইল চেয়ারই ছিল তার  ভরসা।
এ কারণে বেশির ভাগ সময় ঘরের ভেতরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে। ১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সে থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত কয়েকটি উলে­খযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।