খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা : ড. মুহাম্মদ ইউনূসকে সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিলেন নারী ফুটবলাররা

নারী ফুটবলারদের বেতনসহ সব সমস্যা সমাধানের আশ্বাস

খবর প্রতিবেদন |
০১:১০ এ.এম | ০৩ নভেম্বর ২০২৪


ফুটবলে যত সাফল্য তার প্রায় সবটাই মেয়েদের হাত ধরে। এই নিয়ে পরপর দু’বার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। কিন্তু সেই মেয়েরাই নানা ভাবে অবহেলিত। আবাসন সমস্যা থেকে বেতন বকেয়া, এমন নানা সমস্যা জর্জরিত চ্যাম্পিয়ন মেয়েরা। এবার নারী ফুটবলারদের সব সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মেয়েদের সমস্যা সমাধান আশ্বাস দিয়ে লিখিত আকারে অভিযোগ করার আহŸান জানিয়েছেন।
মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে শনিবার সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার। সাফে চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৫ সদস্যের টিমের সঙ্গে নাস্তাও করেন উপদেষ্টা। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, মেয়েদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে।
আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাফজয়ী নারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সব নারী ফুটবলারদের কথা শুনেছেন। সবার কথা লিখিত আকারে চেয়েছেন। খেলোয়াড়রা লিখিত আকারে জমা দিবেন। তিনি আরও উৎসাহ দিয়েছেন মেয়েদের। যাতে মেয়েদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকে।
নারী ফুটবলারা তাদের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। তিনিসহ আমরা সবাই নারী ফুটবল টিমের সঙ্গে নাস্তা করেছেন। তাদের সব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’
এরপর ক্রীড় উপদেষ্টা বলেন, ‘মেয়েরা আবাসন সমস্যা, ক্যাম্পের সমস্যা, বেতন, অনুশীলন এ সকল বিষয় নিয়ে স্যারের (প্রধান উপদেষ্টা) সঙ্গে খোলামেলা কথা বলেছেন। সবকিছুই লিখিত ভাবে তারা জমা দিবেন তারা। আমি সেটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব। আমি জানি যে, তাদের দুই মাসের বেতন বাকি আছে। এতদিন বাফুফে সভাপতি সালাউদ্দিন ছিল। এখন নতুন কমিটি এসেছে। আশাকরি সমাধান হবে বিষয়টি।’
সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিলেন নারী ফুটবলাররা : সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ফুটবল দলের সদস্যরা তাদের সাইন করা জার্সি ও ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দেন। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে যমুনার গেটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্যারসহ আমরা সবাই সকালের নাস্তায় অংশ নিয়েছি। তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবেন বলে নারী ফুটবল দলকে আশ্বস্ত করেছেন। ফুটবল দলের সব সদস্যের সাইন করা জার্সি ও ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন।’
শনিবার সকাল সাড়ে ১০টার পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাস করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে পৌঁছান নারী ফুটবল দল। অনুষ্ঠানে যোগ দেন নারী ফুটবল দলের সব সদস্য, কোচ পিটার বাটলারসহ ২৫ জন। তবে ছিলেন না বাফুফের কোনও কর্মকর্তা।
নারী ফুটবল দলের সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের সঙ্গে মতিবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় আরও ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রাথমিক ও গণশিক্ষা বিধান চন্দ্র রায় পোদ্দার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
অনুষ্ঠানে নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার, অধিনায়ক সাবিনা খাতুনসহ প্রায় সব সদস্যই কথা বলেন। খেলোয়াড়দের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন প্রধান উপদেষ্টাসহ অন্য অতিথিরা।
দুপুর ১২টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বাফুফের বাসে করে বের হন নারী ফুটবল দলের সদস্যরা। তবে সেখানে কোনও বক্তৃতা করেননি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মতবিনিময়ে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমরা অনেক বাধা অতিক্রম করে এই পর্যায়ে এসেছি। এটি শুধু নারী ফুটবল দলের বিষয় নয় বরং বাংলাদেশে নারীরা সাধারণভাবে অনেক সংগ্রামের সম্মুখীন হন।