খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ ফুটবল বাছাই সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২৫ পি.এম | ০৪ নভেম্বর ২০২৪


ক্রীড়া পরিদপ্তর-এর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৫ বাগেরহাট জেলা পর্যায়ের বাছাই পর্ব গতকাল রোববার সমাপ্ত হয়েছে।  বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ-এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস প্রধান অতিথি ও খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল খান বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন। বাছাই পর্বে বাগেরহাটের বিভিন্ন উপজেলার ৯৮ জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়। সকল খেলোয়াড়দের যাতায়াত ভাতা, জার্সি ও নাস্তা দেওয়া হয়। 
বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, এ বাছাইয়ের পর ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এর মধ্য থেকে পাঁচ জনকে আবার বিভাগীয় দলের বাছাইয়ের জন্য পাঠানো হবে। পরবর্তিতে তারা ঢাকায় ডেভেলপমেন্ট কাপ এবং কক্সবাজারে বিচ ফুটবল খেলার সুযোগ পাবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার বায়েজিদ হোসেন, ছফরুল, আলিফ বিপ্লব ও সাবেক জাতীয় দলের গোলরক্ষক জিয়া প্রমুখ। বাছাই পর্বে কোচের দায়িত্ব পালন করেন ছাইফুল ইসলাম মিন্টু।