খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গুলি ও হরিণের মাংসসহ আটক ৩

মোংলা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, ম্যাগজিন, গুলি ও হরিণের মাংসসহ ৩ জন আটক হয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথম সুন্দরবনের ঘোলা ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ১টি ৯ এম এম পিস্তল, ২টি ফাঁকা ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ আবু জাকারিয়া রাজু (৪০) কে আটক করা হয়। আটক রাজু সাতক্ষীরা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় কোস্টগার্ড। জব্দকৃত অস্ত্র-গুলিসহ আটক রাজুকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ রাজুকে গ্রেফতার করা হয়। অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এদিকে এ ঘটনার কিছু পরে মোংলা নালা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত চালিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে সেভ কাঠের নৌকাটি তল­াশি করে ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটক মোঃ আসাদুল ইসলাম (২৭) ও মোঃ সরদার শিহাব উদ্দিন (১৯) মোংলা থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের ডাইংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। 
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের  বন্যপ্রাণী, বনজ সম্পদ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে সব সময় তারা প্রস্তুত রয়েছে। এছাড়া মোংলাসহ সুন্দরবনের সম্পদ রক্ষা, দস্যু দমন ও জেলেদের নিরাপত্তার জন্য কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।