খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

নগরীর খালিশপুরে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান কেসিসি’র

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী নগরীর খালিশপুর এলাকার সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণসহ অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ করার পাশাপাশি জরিমানাও আদায় করা হয়।  
অবৈধ দখল অপসারণকালে নগরীর ৯নং ওয়ার্ডস্থ আবু নাসের লিংক রোডের পুরাতন মালামাল ব্যবসায়ী নান্নু হাওলাদারকে সড়ক ও ফুটপথের উপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে মোঃ হাবিবকে ৩ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া বাস্তুহারা কলোনী এলাকার ড্রেন সংলগ্ন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করার পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনাসমূহ নিজ উদ্যোগে এক দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।