খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খুলনা বিভাগে বিএসটিআই’র অভিযানে ৫৯ হাজার টাকা জরিমানা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৮ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


মহানগরীসহ বিভাগের খুলনা,বাগেরহাট ও সাতক্ষীরা জেলা-উপজেলা সমূহের হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবার ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই। মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫৯ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করেন। এ সময়ে ১০টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা হতে ৪৫টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদিসহ মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।