খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

ইমেইল চেক না করার কারনে নিয়োগ পরীক্ষা স্থগিত

ঝিনাইদহ প্রতিনিধি |
০৪:১৩ পি.এম | ০৫ নভেম্বর ২০২৪


বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংক (বিআরডিবি) পরিদর্শন পদের পরীক্ষায় হেড অফিস ইমেইল চেক না করার কারনে পরিদর্শন পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অফিস আদেশ দেন ঝিনাইদহের  কালীগঞ্জ উপজেলা বিআরডিবি অফিস।

গত (২৭ সেপ্টেম্বর) তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় পরীক্ষা শুরু হওয়ার থাকার কথা থাকলেও অনিবার্য কারনবশত তা স্থগিত বলে জানায় কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খাইরুল হক। কালীগঞ্জ বিআরডিবি পরিদর্শক পদে ১ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী অংশগ্রহন করেন। একই দিনে লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে চুড়ান্ত ফলাফল প্রকাশের কথা ছিল।

পরীক্ষা স্থগিতের বিষয়ে ঝিনাইদহ বিআরডিবি উপ-পরিচালক মোক্তার আলী বলেন, হেড অফিসে একটি ইমেইল দিয়েছিলাম কিন্তু তারা ইমেইল চেক না করার কারনে পরীক্ষার বিষয়টি অবগত হয়নি। আর আমরা মুঠোফোন বা ল্যান্ডফোনে হেড অফিসে যোগাযোগ করিনি যে কারনে হেড অফিস থেকে কোন কর্মকর্তা না আসার কারনে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীতে পরীক্ষার দিন ধার্য করা হবে বলে জানান এ কর্মকর্তা।