খুলনা | শুক্রবার | ০৮ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১

মোল্লাহাটে ভোক্তা অধিকারের অভিযানে ২১ প্রতিষ্ঠানে জরিমানা

মোল্লাহাট প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০৮ নভেম্বর ২০২৪


বাগেরহাটের মোল্লাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ যৌথ বাহিনীর দিনব্যাপী অভিযানে ২১টি প্রতিষ্ঠানে দুই লাখ চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা হতে সন্ধ্যা পর্যন্ত একটানা এ অভিযান চলে। অবিযানকালে বিভিন্ন ধরনের ২১টি প্রতিষ্ঠানের অপরাধ অনুযায়ী এ জরিমানা করা হয়। ২১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, বেকারী, আইসক্রিম ফ্যাক্টরি, ফার্মেসী, খাবার হোটেল, গার্মেন্টস, মুদি, ফল ও সবজিসহ বিভিন্ন ধরনের দোকান। এসব প্রতিষ্ঠানে  অনিয়ম, অব্যবস্থাপনা, পণ্যের মেয়াদ উত্তীর্ণ, খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণসহ নানা অপরাধ ও অনিয়মের কারণে আর্থিক জরিমানা করা হয়। মেজর সোহেল  আরমান,ক্যাপ্টেন রোহিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ও সেনা ওয়ারেন্ট অফিসার মোঃ সোলায়মান এ অভিযান পরিচালনা করেন।