খুলনা | শুক্রবার | ০৮ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১

খুলনায় সুজনের সংবাদ সম্মেলন

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনের কাছে ৭৯টি সুপারিশমালা প্রণয়নের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০১:২০ এ.এম | ০৮ নভেম্বর ২০২৪


ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। জন-আকাঙ্খা অনুযায়ী দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। 
আশার কথা গত ৩১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনেরও ঘোষণা দিয়েছেন। কেননা আমরা যদি আমাদের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে চাই, তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সংস্কার কমিশন সমূহের কাছে সুজনের প্রত্যাশা, তাদের ৭৯টি সুপারিশমালা যেন জন-আকাক্সক্ষাগুলো গুরুত্ব পায়। 
বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সংবাদ সম্মেলনে তুলে ধরা সুপারিশমালাগুলো হলো, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে নিটক ১২টি সুপারিশ, সংবিধান সংস্কার কমিশনের নিকট ৭টি সুপারিশ, জনপ্রশাসন সংস্কার কমিশনের নিকট ৬টি সুপারিশ, বিচার বিভাগ সংস্কার কমিশনের নিকট ৫টি সুপারিশ, দুর্নীতি দমন সংস্কার কমিশনের নিকট ৬টি সুপারিশ, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের নিকট ১০টি সুপারিশ, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের নিকট ৭টি সুপারিশ, গণমাধ্যম সংস্কার কমিশনের নিকট ৬টি সুপারিশ, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশনের নিকট ১০টি সুপারিশ, নারীবিষয়ক সংস্কার কমিশনের নিকট ৬টি সুপারিশ, স্থানীয় সরকার সংস্কার কমিশনের নিকট ৯টি সুপারিশ।