খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৪০ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ৯২ রানে হেরে পিছিয়ে পড়া টাইগাররা আজ মাঠে নামছে সিরিজের দ্বিতীয় ম্যাচে। শারজায় আফগানদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল-সবুজের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

প্রথম ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এ কারণে সেদিন ব্যাটিংয়েও নেমেছেন পরে, তিনি সেদিন খেলেছেন ৭ নম্বরে। এরপরে জানা গেছে, আঙুলে চিড় ধরা পড়েছে এই অভিজ্ঞ কিপারের। এ কারণে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।

মুশফিক দল থেকে ছিটকে যাওয়ায় অবধারিতভাবেই বাংলাদেশের একাদশে এসেছে পরিবর্তন। চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের

সেই সঙ্গে দলে আছে আরও একটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলেছিলেন স্পিনার রিশাদ হোসেন। তার বদলে আজ দলে থাকবেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।