খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সিইউসি উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে রান্না প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


সিইউসি স্কুল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড  সিইউসি আয়োজনে শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো  সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে খুলনাতে এই প্রথম রান্না প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ইফতেখার আলী বাবু, রৌদ্র ছায়া ফাউন্ডেশনের সভাপতি মীর মোঃ কবির হোসেন, স্বাধীন ফউন্ডেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সোহাগ, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, খান শাওয়াল আহমেদ সৈকত,  ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল মেডিকেল প্রমোশন অফিসার সুজিত রায়। 
সিইউসির সভাপতি  মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী ও সদস্য আরিফা ইসলাম খুকু মনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় রন্ধন শিল্পী শেখ রাজিয়া সুলতানা, এবং শেখ মৌসুমী রাশিদ।
অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের  ৩৫ জন মা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চাম্পিয়ন হয়েছেন পারুল খাতুন, ২য় রানার আপ হয়েছেন মিম আক্তার মনিকা, ৩য় রানারআপ হয়েছেন লিপি আক্তার।