খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

গণসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন ১১নং ওয়ার্ডে যৌথ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 
গণ সমাবেশ সফলের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ১১নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাওলানা খালিদ সাইফুল­¬াহ, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, শোয়াইবুর রহমান, আব্দুল কাইয়ুম রনি, মোঃ মতিয়ার রহমান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ শওকত হোসেন, মোঃ রাসেল, মোঃ সোহেল, মোঃ রুহুল আমিন, মোঃ কবির, মোঃ সজীব, মোঃ ইমন প্ররুখ নেতৃবৃন্দ। যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণসমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।