খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের আর্থিক সহায়তা প্রদান

রামপাল প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বর্তমান সময়ে যিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন, সাহস জোগাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, তিনি সেনা সন্তান থেকে আজ একজন সফল জাতীয় নেতা হিসেবে এরই মধ্যে দেশে-বিদেশে স্বীকৃত হয়েছেন। দীর্ঘ নির্বাসিত জীবন সত্তে¡ও যিনি জনগণের কাছে আগামীর নতুন বাংলাদেশের কান্ডারি হিসেবে সুপরিচিত, তাঁর নাম তারেক রহমান।
শনিবার বিকেলে রামপাল উপজেলা মহিলা দল আয়োজিত শরাফপুর কারামতিয়া মাদ্রাসায় মাঠে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তবনা বাস্তবায়নে লিফলেট বিতরণ এবং সমাজের গরীব, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহŸায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহŸায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার ওজিয়ার রহমান, অধ্যাপক আব্দুল মুক্তাদির, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বেগম, বিএনপি নেতা  সৈয়দ কুদরতি ইলাহী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার। এ সময় উপস্থিত ৫ শতাধিক অসহায় নারী পুরুষকে পোশাক বিতরণ ও ১শ’ এতিম শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।