খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

মোল্লাহাটের ঘাটবিলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


মোল্লাহাটের ঘাটবিলা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বায়জিদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আশরাফ আলী জানান, সকাল ৯টার দিকে তাদের পৈতৃক জমিতে অবৈধ ভাবে ঘর তোলার কাজ শুরু করে প্রতিপক্ষ বায়জিদ মোল্লা গং। পৈতৃক সম্পত্তি রক্ষার্থে তাদের ঘর তোলার কাজে বাধা প্রদান করলে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে আশরাফ আলী (৬২) সহ তার পরিবারের লাভলু চৌধুরী (৪০), মিতু (২৮) ও ইনছান চৌধুরী (৭০) আহত হয়। অপর পক্ষের বায়েজিদ মোল­াসহ তার পরিবারের ইমরান (২৬) আলামিন (৩০) রাকিবুল (২০) রফিকুল (১৬) আহত হয় বলে জানান এলাকাবাসী। আহতদের মধ্যে লাভলু চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযুক্ত বায়জিদ মোল্লা ও এলাকাবাসী জানায় খরিদা সত্তে¡ দীর্ঘ ১শ’ বছর যাবত তারা উক্ত জমি ভোগদখলরত আছেন। উক্ত ভূমিতে ঘর নির্মাণের লক্ষ্যে গাছ পালা কেটে পরিষ্কার করার সময় প্রতিপক্ষ বায়জিদ মোল্লা গং বাধা প্রদান করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।