খুলনা | বৃহস্পতিবার | ১৪ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১

১০ তারিখের সমাবেশে যোগ দিতে এসে আ’লীগ নেতা আটক

খবর প্রতিবেদন |
০১:১৪ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আ’লীগ এবার ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আজ রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতা-কর্মীদের সমবেত হতে বলা হয়।  
শনিবার আ’লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে।
এদিকে ১০ তারিখের সমাবেশে যোগ দিতে এসে গুলিস্তান জিরো পয়েন্টে আটক হয়েছেন আ’লীগের এক নেতা। এ সময় তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন। তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের একজন বলেন, আ’লীগের ওই নেতাকে আটকের পর তিনি দুই-তিন লাখ টাকা দিতে রাজি হন এবং তাকে ছেড়ে দিতে বলেন। 
তিনি বলেন, আটক ওই ব্যক্তি আ’লীগের ‘এ টিম’-এর সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকার বিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকার বিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। আরেক যুবক বলেন, আ’লীগের ওই নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক ব্যক্তি নিজেকে আ’লীগের কর্মী স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আ’লীগের কর্মসূচিতে আসেননি।