খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

শহিদ নূর হোসেন দিবস আজ

খবর প্রতিবেদন |
০১:১৪ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


আজ রোববার (১০ নভেম্বর) ঐতিহাসিক শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এদিনে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (র্বুমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহিদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।
১৯৮৭ সালের ১০ নভেম্বর সচিবালয়ের সামনে ১৫ দল, ৭ দল ও ৫ দলের অবস্থান কর্মসূচি ছিল। এর সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে ওই অবস্থান ঘেরাও কর্মসূচিতে রূপ লাভ করে।  
স্বৈরশাসকের সব বাধা উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল সমবেত হয়। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল। ওই মিছিলেরই এক সাহসী যুবক উদাম গায়ে লিখেছিলেন, ‘গণতন্ত্র মুক্তিপাক, স্বৈরাচার নিপাত যাক’।
সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস। পল্টন তখন যেন রণক্ষেত্র। এরই মধ্যে খবর আসে পুলিশের গুলিতে শহিদ হয়েছেন নূর হোসেন। আহত হয়েছেন অনেকে। নূর হোসেনের আত্মদানের মধ্যদিয়ে সেদিন গণতন্ত্রের নতুন সংগ্রাম শুরু হয়। তারই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৪ ডিসেম্বর স্বৈরাচারি শাসক এরশাদ পদত্যাগের ঘোষণা দেন।