খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

আমরা কখনোই পরগাছা হবো না : চরমোনাই পীর

খবর প্রতিবেদন |
০১:১৫ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা কখনোই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে, তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত ‘উন্নতি-অগ্রগতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল (সাঃ)-এর সিরাত’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টরা মানুষের মতো আচরণ করেনি। চোরের দিক দিয়ে দেশসেরা পুরস্কার পেয়েছে। দুর্নীতিতেও পেয়েছে। ভারতের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারাদেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সৈয়দ রেজাউল করীম বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় নাগালে রাখুন। সিন্ডিকেট ভেঙে দিন। কৃষকের চাহিদা অনুযায়ী সার ও বীজ সরবরাহ বৃদ্ধি এবং সারের দাম কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরে এতো বেশি পরিমাণ সমর্থন আর কোনো সরকার পায়নি। এত সমর্থন পাওয়ার পর আপনাদের ভয় কিসের? আপনারা রাষ্ট্রের আমূল পরিবর্তন আনুন। প্রয়োজনীয় সংস্কার করুন বিনা ভয়ে। ইসলাম ছাড়া কোথাও শান্তি নেই উলে­খ করে চরমোনাই পীর বলেন, রাসুল (সাঃ) যে নীতি আদর্শ নিয়ে এসেছেন সেই নীতির অনুসরণ ছাড়া সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।