খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সময়ের খবরের সম্পাদক ও বার্তা সম্পাদক অসুস্থ : বিভিন্ন মহলের সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক |
০১:২৬ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন টিভি’র খুলনা ব্যুরো প্রধান মোঃ তরিকুল ইসলাম এবং ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্পাদক মোঃ তরিকুল ইসলাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। 
খুলনা প্রেসক্লাব : উল্লে­খিত দুই সাংবাদিকের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।  
বিএফইউজে ও এমইউজে : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য, দৈনিক সময়ের খবরের সম্পাদক ও এখন টিভি’র খুলনা ব্যুরো প্রধান মোঃ তরিকুল ইসলাম এবং এমইউজে খুলনা সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী। এমইউজে খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন ও মোঃ রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক তরিকুল ইসলাম ও মাসুদুর রহমান রানার আশু সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।