খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

স্বাস্থ্য সুরক্ষায় ওমরা পালনকারীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

খবর প্রতিবেদন |
০২:১২ পি.এম | ১০ নভেম্বর ২০২৪


ওমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনায় ওমরা পালনকারীদের শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। ১৮০ দিনের মধ্যে এই নতুন স্বাস্থ্যবিধি কার্যকরা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মসজিদুল হারামের আশপাশে নির্ধারিত নাপিত বা নাপিতের দোকানে স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত রাখতে বলা হয়েছে এবং এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

শুধুমাত্র সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রসাধনী এবং পণ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, 'হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত নাপিতদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর বলা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়।’

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলি পরিষেবার মান উন্নত করতে এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে ও আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করতে সাহায্য করবে।

স্বাস্থ্য নির্দেশনায় সেলুনের কর্মীদের আচরণের উপর বিধিনিষেধ আরোপ করে বলা হয়েছে, পরিষেবা চলাকালীন নাপিতদের নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে তাদের কাজ করা থেকে বিরত থাকতে হবে।

স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য সেলুন প্রাঙ্গনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং  নারীদের শুধুমাত্র নির্দিষ্ট সময় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র : গালফ নিউজ