খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা-কর্মীদের উস্কে দিচ্ছে : সোহেল তাজ

খবর প্রতিবেদন |
০১:০৪ এ.এম | ১১ নভেম্বর ২০২৪


আ’লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আ’লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতা-কর্মীরদের রোববারের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহŸান জানিয়েছে। এই কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্র-জনতা। এ নিয়ে জনমনে যখন আতঙ্ক তখন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী শহিদ তাজ উদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আ’লীগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
রোববার দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘একটি পরিবার দেশটা ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা-কর্মীদের উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।’ রোববার বেলা ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি।
রাজধানীর জিরো পয়েন্টে আ’লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ। ওই পোস্টে সোহেল তাজ লিখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আ’লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা-কর্মীদেরকে উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে। তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।