খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খুলনায় আন্তঃজেলা রেন্ট এ কার গ্র“পের মিলন মেলা ও কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ১২ নভেম্বর ২০২৪


বাংলাদেশ আন্তঃজেলা অনলাইন রেন্ট এ কার গ্র“পের উদ্যোগে মিলন মেলা ও মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে।
খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবলী জুট মিল অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শেখ সেলিম। 
অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কর্মকর্তা বিপ্লব কান্তি দাস। সংগঠনের সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাইজিদ মুন্নার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন হেলাল উদ্দিন, আকবর হোসেন, মোঃ মুজিবুর রহমান, সেলিম আজিজসহ আরো অনেকে। 
এদিন সংগঠনের মৃত সদস্য যশোর সদরের মোঃ ওলিয়ার রহমানের পরিবারের সদস্যদের হাতে অনুদান বাবদ নগদ ৮৬ হাজার টাকা তুলে দেয়া হয়।