খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

স্বামীর আত্মহত্যার ৪৮ঘণ্টার পর যশোরে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:২০ এ.এম | ১২ নভেম্বর ২০২৪


ঢাকায় মাসুদ রানা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ৪৮ ঘণ্টার পর স্ত্রী জলি আক্তার ঐশী (৩০) আত্মহত্যা করেছেন। রোববার দিবাগত মধ্যরাতে ঐশী নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই সাথে দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত জলি আক্তার ঐশি ঘোপ সেন্ট্রাল রোড বেলতলা এলাকার মৃত মোস্তফা দেওয়ানের মেয়ে এবং যশোর সদর উপজেলা লেবুতলা বীর নারায়নপুর গ্রামে মাসুদ রানার স্ত্রী। চাচাতো ভাই মনিরুজ্জামান মনি বলেন, মাসুদ রানার সাথে ঘোপ সেন্ট্রাল রোড বেলতলা এলাকার জলি আক্তার ঐশির টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে গত ২০২৩ সালের নভেম্বর মাসে তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর কয়েক মাস পরে মাসুদ চাকুরির সুবাদে ঢাকায় চলে যায়। তাদের দাম্পত্য জীবন মধুময় ভাবে কাটছিল। গত শুক্রবার রাতে স্ত্রীর ঐশীর সাথে মাসুদ রানার ফোনে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে মাসুদ রানা স্ত্রীর উপরে অভিমান করে শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকার বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 
পরে শনিবার স্বামীর দুপুরে ঢাকা থেকে মাসুদের লাশ যশোরে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এরপর থেকে ঐশি বাড়িতে মনমরা হয়ে ছিল। পরে স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে রোববার দিবাগত রাতে সে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে বেলা হলেও ঐশি নিজ রুম থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন তার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রী দু’জনেই অভিমান করে আত্মহত্যা করেছে। তবে অন্য কোন কারণ আছে কি না তা জানার চেষ্টা চলছে। ময়না তদান্তের রিপোর্ট পেলেই প্রকৃত তথ্য জানা যাবে।