খুলনা | শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

চাকুরি ফেরৎ পেতে চায় শ্যামনগরের সিরাজুল

শ্যামনগর প্রতিনিধি |
১১:২১ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


সাতক্ষীরার শ্যামনগরের পাখীমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের জাল সনদ, নিয়োগ বোর্ড ছাড়াই অবৈধ নিয়োগ ও জোরপূর্বক পদত্যাগপত্র গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন খুটিকাটা গ্রামের মোহর আলী গাজীর পুত্র সিরাজুল ইসলাম। অভিযোগ মতে জামায়াতের রাজনীতি করার অপরাধে জোরপূর্বক তাকে পদত্যাগে বাধ্য করা হয়।
পাখীমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সাবেক অফিস সহকারী সিরাজুল ইসলাম লিখিত অভিযোগে জানান, তিনি বিগত ০১/০১/২০১৫ তারিখ থেকে ২০/৮/২০২২ পর্যন্ত মাদ্রাসায় কর্মরত ছিলেন। মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, অফিস সহকারী সালমান হোসেন (ইনডেক্স নং এম-০০৩২১৯৫), নিরাপত্তাকর্মী আব্দুস সালাম (ইনডেক্স নং এম, ০০৩৬৯৪৪), পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম (শফি), ওয়ার্ড আওয়ামী লীগ ও সাবেক মাদ্রাসার সভাপতি শওকাত হোসেন যোগসাজসে অর্থের লোভে পড়ে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক তাকে পদত্যাগে বাধ্য করেন। তারা বিগত ২৩/৮/২০২২ সালে মাদ্রাসার একটি কক্ষে আবদ্ধ করে তাকে পদত্যাগ করান সিরাজুল ইসলামকে জামায়াত ইসলামী করার অভিযোগ এনে যুবলীগ সভাপতি শফির সহোদর আব্দুস সালাম (নিরক্ষর) ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সালমান হোসেনকে অফিস সহকারী পদে অবৈধভাবে নিয়োগ দিতে চেষ্টা করেন। পরবর্তীতে আব্দুস সালাম নিরাপত্তাকর্মী পদে জাল সনদ দিয়ে ও সালমান হোসেন অফিস সহকারী পদে নিয়োগ বোর্ড ছাড়াই অবৈধভাবেই নিয়োগ পান। তারা এখন অবৈধভাবে সরকারি বেতন উত্তোলন করছেন। বর্তমানে তিনি তার চাকুরি ফেরত পেতে চান। এ ব্যাপারে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণে তিনি কর্তৃপক্ষের নিকট দাবি জানান।