খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আশাশুনিতে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


আশাশুনিতে বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচি বিষয়ক অবহিতকরণ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডব্লিউএফপি’র অর্থায়নে উত্তরণ এর বাস্তবায়নে সিএএ এবং এসআরএসপি প্রোগ্রাম ইন সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও পিআইও সোহাগ খানের সঞ্চালনায় সভায় প্রকল্পের কার্যক্রম প্রেজেন্টেশন করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর ডেভিট অধিকারী। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মন্ডল, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর রেনুকা কর্মকার প্রমুখ আলোচনা রাখেন।