খুলনা | শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

নিউ বসুন্ধরার অর্থ আত্মসাৎ, গ্রাহকের ৮১ কোটি টাকা ফেরতের দাবি

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ এ.এম | ২১ নভেম্বর ২০২৪


মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামের কোম্পানি নিকট থেকে ফেরতের দাবি জানিয়েছেন গ্রাহকরা। বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী গ্রাহকরা।
স্মারকলিপিতে বলা হয়, বাগেরহাটের মিঠাপুকুর পাড় কে আলি রোডের প্রতারক আব্দুল মান্নান তালুকদার জয়েন্ট স্টক থেকে একটি লাইসেন্স নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে খুলনার প্রায় ৩ হাজার ৪০০ গ্রাহকের প্রায় ৮১ কোটি টাকা আত্মসাৎ করেছে। ২০১৮ সালের নভেম্বরে কোন মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে খুলনার অফিস বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে গ্রাহকরা তাদের সর্বস্ব হারানোর সংখ্যায় দিশেহারা। প্রতিষ্ঠানের এমডি মান্নান তালুকদার দুদকের দায়ের করা মানি লন্ডারিং মামলায় বর্তমান জেল হাজতে আছে। এমডি আব্দুল মান্নান তালুকদারের নিকট থেকে খুলনার জনগণের জমা করা ৮১ কোটি টাকা ফেরত পেতে সার্বিক ব্যবস্থা গ্রহণের আহŸান জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ মেহেদী হাসান, মোঃ মিজানুর রহমান গাজী, মাওলানা মফিদুল ইসলাম, মাওলানা জাহিদুর রহমান, সৈয়দ রুস্তম আলী, সফিকুল ইসলাম, আলী আকবর প্রমুখ।