খুলনা | শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

‘৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’

খবর প্রতিবেদন |
০২:৪৪ পি.এম | ২১ নভেম্বর ২০২৪


কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় যারা শহীদ ও আহত হয়েছেন ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সকল পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, ’৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আহতদের থেকে শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা তুলনামূলক সহজ। যারা এখনো তথ্য দিতে পারেনি তাদের তথ্য নেওয়া হচ্ছে।’

ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।