খুলনা | শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মণিপুরে জাতিগত দাঙ্গায় নিহত ২৫৮ : রাজ্য সরকার

খবর প্রতিবেদন |
১২:৫৪ এ.এম | ২৩ নভেম্বর ২০২৪


গত বছরের মে মাস থেকে ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত ২৫৮ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। শুক্রবার নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, মন্ত্রী ও বিধায়কদের সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া লুট হওয়া প্রায় ৩ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মণিপুর এখন কার্যত দু’টি জাতিগত অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছে। মেইতেই দ্বারা নিয়ন্ত্রিত উপত্যকা অঞ্চল এবং কুকিদের দ্বারা নিয়ন্ত্রিত পাহাড়। অঞ্চলগুলো ফেডারেল আধাসামরিক বাহিনীর টহল বসিয়ে ‘নো-ম্যানস ল্যান্ড’ দিয়ে পৃথক করা হয়েছে।
জাতিগত দাঙ্গা শুরুর পর ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। ৩২ লাখ মানুষের এই রাজ্যে উভয় স¤প্রদায়ের সহিংস সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
স¤প্রতি নতুন করে রাজ্যের জিরিবাম জেলায় কুকি উপজাতি স¤প্রদায়ের ৩১ বছর বয়সী হামার গোষ্ঠীর এক নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় কুকি গোষ্ঠীগুলো মেইতেইদের দায়ী করেছে।
এরপর গত সপ্তাহে একটি নদীতে সংখ্যাগরিষ্ঠ মেইতেই স¤প্রদায়ের সদস্য বলে মনে করা তিনটি লাশ পাওয়া যায়। এ প্রেক্ষাপতে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় রাজ্যটিতে।
চাকুরি ও শিক্ষায় সরকারি অনুদান এবং কোটা নিয়ে আন্তঃসা¤প্রদায়িক সংঘর্ষে গত বছরের মে মাস থেকে মণিপুরে অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।