খুলনা | বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতি সম্মান জানালেন জাতিসংঘ মহাসচিব

খবর প্রতিবেদন |
১২:৫৭ এ.এম | ২৩ নভেম্বর ২০২৪


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির প্রতি সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, “মহাসচিব (আন্তোনিও গুতেরেস) আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজ এবং স্বাধীনতাকে সম্মান করেন।” তবে জাতিসংঘের নিউইয়র্ক সদর দপ্তরে ইসরায়েলি কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানাসহ ভবিষ্যতে জাতিসংঘের ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে কিনা সে সম্পর্কে আনাদোলুর এমন প্রশ্নের জবাবে, ডুজারিক একে “কাল্পনিক” ঘটনা উলে­খ করে কোনো মন্তব্য করেননি। তিনি বলেছিলেন, সদর দপ্তরের নিরাপত্তাকর্মীরা সেখানে, ভবন নিরাপদ রাখুন। তারা এখানে মানুষকে গ্রেফতার করতে আসেনি।
ডুজারিক বলেছেন, “নিয়ম হল যে গ্রেফতারি পরোয়ানা সাপেক্ষে জাতিসংঘের কর্মকর্তা এবং পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে কোনও যোগাযোগ করা উচিত নয়। কোনো অপারেশনাল ইস্যু বা মৌলিক বিষয়ের ক্ষেত্রে, সংশ্লিষ্ট জাতিসংঘ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সীমিত থাকতে পারে।
আইসিসির রায়ে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব সম্পর্কে আনাদোলুর প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেসব সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন চুক্তি, সংস্থা ও সনদে স্বাক্ষর করেছে। আপনি যদি সেখানে স্বাক্ষর করেন, তাহলে বাধ্যবাধকতাগুলো পূরণ করা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য।”
এ সময় গ্রেফতারি পরোয়ানাধারী ব্যক্তিদের সাথে জাতিসংঘের প্রধানের সম্ভাব্য যোগাযোগ আইসিসির কাজকে ক্ষুণœ করবে কিনা, জানতে চাইলে ডুজারিক বলেন, “মহাসচিব আইসিসির কাজকে সম্মান করেন। তিনি এর স্বাধীনতাকে সম্মান করেন। আমি যেমন বলেছি, মহাসচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের কাজ চালিয়ে যাওয়ার উপায় সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের মধ্যে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। আমরা সেটা মেনে চলবো।”