খুলনা | শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

গৌতম আদানিকে অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত : রাহুল

আদানি ইস্যুতে হোয়াইট হাউস : ‘ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হবে না’

খবর প্রতিবেদন |
০১:১০ এ.এম | ২৩ নভেম্বর ২০২৪


বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতিতে ভারতের শিল্পপতি গৌতম আদানিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে এবার মুখ খুললো হোয়াইট হাউস। জানালো, আদানি গ্র“পের চেয়ারম্যান ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তারা অবগত আছেন। 
ভারতের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারত সরকারের কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন। ওই প্রকল্পের কাজ পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। কাজ পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখতো আদানি গোষ্ঠী। গৌতম আদানির পাশাপাশি তার ভাতিজা সাগর আদানিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন। 
আদানি গ্র“প অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে। ভারতীয় সরকারি কর্মকর্তারা এখনও পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেননি। বৃহস্পতিবার একটি মিডিয়া ব্রিফিংয়ের সময়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের সাংবাদিকদের  বলেছেন  যে,  মার্কিন প্রশাসন আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলে দাবি করে, হোয়াইট হাউসের মুখপাত্র আস্থা প্রকাশ করেছেন যে, গৌতম আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগকে ঘিরে চলমান সংকট যুক্তরাষ্ট্র একাই নেভিগেট করতে পারে। কারিন জিন-পিয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, স্পষ্টতই, আমরা এই অভিযোগগুলি সম্পর্কে সচেতন, এবং বাকি কিছু জানতে হলে আপনাদের   সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিচার বিভগের কাছে যেতে হবে। এরপরেই জিন-পিয়েরে যোগ করেছেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের বিষয়ে, আমরা বিশ্বাস করি যে, এটি আমাদের জনগণের মধ্যে সম্পর্ক এবং বৈশ্বিক সমস্যাগুলির সম্পূর্ণ পরিসরে সহযোগিতার একটি অত্যন্ত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 
এদিকে  কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গৌতম আদানিকে অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত। রাহুল গান্ধী নয়াদিলি­তে সাংবাদিকদের বলেন, আমরা দাবি করছি আদানিকে অবিলম্বে গ্রেফতার করা হোক। কিন্তু আমরা জানি যে মোদি তাকে রক্ষা করছেন বলে এটি ঘটবে না। 
সূত্র : হিন্দুস্তান টাইমস।