খুলনা | রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলায় ‘দোষী সাব্যস্ত’ ট্রাম্পের রায় স্থগিত

খবর প্রতিবেদন |
০৩:৩৩ পি.এম | ২৩ নভেম্বর ২০২৪


‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজার রায়ের অপেক্ষায় ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ক্ষমতার মসনদে বসার আগেই আলোচিত মামলাটির রায় স্থগিত ঘোষণা করল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত।

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলাটির রায় ঘোষণা নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে শুক্রবার রায় স্থগিতের এই ঘোষণা দেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।

নির্বাচনের মাস খানেক আগে আলোচিত এ মামলায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। নভেম্বরের ২৯ তারিখ রায় ঘোষণার সূচি ছিল। তার আগেই এ স্থগিতাদেশ এল নিউ ইয়র্ক উচ্চ আদালতের। অবশ্য এর আগেও দুবার এ মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মামলাটি খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের ২ ডিসেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি।

২০১১ সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়তে একটি গলফ টুর্নামেন্টের শো-গার্ল হিসেবে কাজ করতে গিয়ে স্টর্মির সঙ্গে ট্রাম্পের পরিচয় ঘটে। সেই সূত্রে পরে তাকে ডিনারের আমন্ত্রণ জানান ট্রাম্প।

স্টর্মি বলেছিলেন, তিনি ভেবেছিলেন ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামে ট্রাম্পের জনপ্রিয় টিভি শোতে কাজের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ে হোটেল স্যুটে পৌঁছালে সেখানে ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন।

প্রথম দিকে মৃদু আপত্তি জানালেও পরে বাধা দেননি বলে আদালতে জানান স্টর্মি। পরে তিনি স্যুট ত্যাগ করার সময় হোটেলের পার্কিং লটে ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন। ওই ঘটনার পর তার সঙ্গে দীর্ঘদিন আর যোগাযোগ করেননি ট্রাম্প।